১. এনকান্তো
২. গোস্টবাস্টার্স : আফ্টারলাইফ
৩. হাউস অফ গুচি
৪. ইটারনাল্স
৫. রেসিডেন্ট ইভিল : ওয়েলকাম টু রেকুন সিটি
স্পাইডার-ম্যান : নো ওয়ে হোম
জন ওয়াটস পরিচালিত সুপারহিরো অ্যাকশন ফিল্ম। ‘স্পাইডার-ম্যান : ফার ফ্রম হোম’ (২০১৯), ‘স্পাইডার-ম্যান : হোমকামিং’ (২০১৭), ‘কপ কার’ (২০১৫), ‘ক্লাউন’ (২০১৪) এবং ‘ইউজিন’ (২০১২) ওয়াটস পরিচালিত ফিল্ম। এটি মারভেল সিনেমাটিক ইউনিভার্সের ২৭তম ফিল্ম।
যা আগে কখনও ঘটেনি তাই ঘটেছে। স্পাইডার-ম্যানের (টম হল্যান্ড) পরিচয় ফাঁস হয়ে গেছে। এখন মুখোশ পড়া আর না পরা একই কথা পিটার পার্কারের জন্য। এখন সবাই জানে তার পরিচয়। এখন সাধারণ মানুষ। তবে তার আর সবার জন্য স্পাইডার-ম্যান পরিচয় জরুরী কারণ গ্রিন গবলিন (উইলেম ডেফো) আর ড. অক্টোপাসের (আলফ্রেড মোলিনা) মত ভিলেনরা ফিরে এসেছে হুমকি হয়ে। তাকে তার পরিচয় ফিরিয়ে দিতে পারে একজন মানুষ আর সে হল ড. স্ট্রেঞ্জ (বেনেডিক্ট কাম্বারব্যাচ)। কারণ সেই পারে বাস্তবতাকে পরিবর্তন করতে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন