রোববার ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১, ১১ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

বিনোদন প্রতিদিন

হলিউড শীর্ষ পাঁচ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৭ মে, ২০২২, ১২:০৩ এএম

১. দ্য ব্যাড গাইজ। ২. সোনিক দ্য হেজহগ ২। ৩. ফ্যান্টাস্টিক বিস্টস : দ্য সিক্রেটস অফ ডাম্বলডোর।
৪. দ্য নর্থম্যান। ৫. এভরিথিং এভরিহয়্যার অল অ্যাট ওয়ান্স


দ্য ব্যাড গাইজ

কার্লোস রিনকোনস এবং পিয়ের পেরিফেল পরিচালিত এনিমেটেড অ্যাডভেঞ্চার কমেডি। ফরাসী এনিমেটর পেরিফেলের এটি প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। অনেকগুলো অপরাধ ঘটানোর পর কুখ্যাত অপরাধী মি. উল্ফ (ভয়েস : স্যাম রকওয়েল), মি. স্নেক (ভয়েস : মার্ক মেরন), মি. পিরানহা (ভয়েস : অ্যান্থনি রামোস), মি. শার্ক (ভয়েস : ক্রেইগ রবিনসন) এবং মিজ ট্যারান্টুলা (ভয়েস : অকোয়াফিনা) অবশেষে ধরা পড়ে। এই মন্দ অপরাধী প্রাণীরা কারাগারে তাদের জীবনের সবচেয়ে কঠিন মিশন শুরু করে। তাদের কারাগার থেকে মুক্তি পেতে হলে সুনাগরিক হিসেবে নিজেদের প্রমাণ করতে হবে। প্রফেসর মারমালেডের (ভয়েস : রিচার্ড আয়োয়াডে) তত্ত্বাবধানে সারা দুনিয়াকে বিভ্রান্ত করার প্রচেষ্টা চালায় যে তারা ভাল হয়ে যাচ্ছে। কিন্তু আসলেই কি তাই?

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন