দুর্নীতি বিরোধী ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জাতীয় পতাকা উত্তোলন, মানববন্ধন ও আলোচনা সভার মধ্য দিয়েই আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। গত বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে জাতীয় সংগীতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের পর উপজেলা পরিষদের সামনের সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী ও সুধীজনসহ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন শেষে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুনের সভাপতিত্বে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আকতার হোসেন ভুইয়া পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ডা. রাফিউদ্দিন আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ, সহকারী কমিশনার ভ‚মি মেহেদী হাসান শাওন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক মো. আবদুর রহিম। অন্যান্যদের বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ মো: তারেক, পল্লী বিদ্যুতের ডিজিএম আবুল বাসার শামছুদ্দিন আহমেদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: ইকবাল মিয়া, সাব ইন্সপেক্টর শ্রীবাস চন্দ্র দাস, নব-নির্বাচিত সদর ইউপি চেয়ারম্যান পুতুল রানী সরকার, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য শিবলী চৌধুরী, সাংবাদিক সুজিত চক্রবর্তী প্রমূখ।সভায় সরকারি-বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন