শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

চট্টগ্রামে বাসা থেকে উধাও এইচএসসি পরীক্ষার্থী

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০২১, ১২:০৩ এএম

নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়েছে মো. গোলামুর রহমান আকিল (১৯) নামের এক কলেজছাত্র। নিখোঁজ আকিল মহসিন কলেজ থেকে এবারের এইচএসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। সে পটিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোবিন্দারখীল গ্রামের মৃত মোজাফফর আহমদের ছেলে। বতর্মানে সে পরিবারের সঙ্গে চান্দগাঁও আবাসিক এলাকায় বসবাস করে।

এ ঘটনা আকিলের মা বৃহস্পতিবার চান্দগাঁও থানায় ও র‌্যাবের কাছে নিখোঁজ ডায়েরি করেছেন। পরিবারের সদস্যরা জানান, বুধবার বিকেলে আকিল বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। চান্দগাঁও থানার ওসি মো. মঈনুর রহমান চৌধুরী বলেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে সে নিজের ইচ্ছায় বাসা থেকে বের হয়ে গেছে। তবে আমরা তাকে খুঁজে বের করতে চেষ্টা করছি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন