গোপালগঞ্জ জেলা সংবাদদাতা
গোপালগঞ্জে রমজান মীর নামে (২২) এক ভুয়া এইচএসসি পরীক্ষার্থীকে ১ বছরের কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও টুঙ্গিপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা এ আদেশ প্রদান করেন। দ-প্রাপ্ত রমজান মীর টুঙ্গিপাড়া শেখ মুজিবুর রহমান সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অর্থনীতি বিভাগে অনার্স ২য় বর্ষের ছাত্র। সে টুঙ্গিপাড়া উপজেলা সদরের পূর্ব টুঙ্গিপাড়া গ্রামের জিন্নাত মীরের ছেলে। টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিউল্লাহ জানান, রমজান মীর নামে ওই যুবক টুঙ্গিপাড়া জিটি স্কুল কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থী সোলায়মান মৃধার (রোল নং-৩৯৮৪৮২) অর্থনীতি দ্বিতীয় পত্রের পরীক্ষা দিচ্ছিল। এ নিয়ে ওই হলে কর্তব্যরতদের সন্দেহ হলে তারা ওই পরীক্ষার্থীকে চ্যালেঞ্জ করেন। তার প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড যাচাই-বাচাই করে ভুয়া প্রমাণিত হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে দোষী সাব্যস্ত করে এক বছরের কারাদ- প্রদান করেন। টুঙ্গিপাড়া থানার ওসি মাহমুদুল হক জানিয়েছেন, সাজাপ্রাপ্ত রমজান মীরকে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন