ছাগলনাইয়া উপজেলার চাঁদগাজী জব্বারিয়া ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদরাসার নামে লিজকৃত জায়গা জোরপূর্বক দখল ও রেকর্ডে নেয়ার পায়তারার বিরুদ্ধে মাদরাসার ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও এলাকাবাসী এক মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে। গতকাল মঙ্গলবার দুপুরে চাঁদগাজী স্কুল এন্ড কলেজ সড়কে প্রায় ২ শতাধিক লোক এ মানববন্ধন ও প্রতিবাদ সভায় অংশ গ্রহণ করে।
এসময় মাদরাসার সুপার মাওলানা মোহাম্মদ হোসাইন বলেন, ১৯৯৬ সালে ৩৬/৯৫-৯৬ নথি মূলে মাটিয়াগোঁধা মৌজার ৫৬৪ নম্বর খতিয়ানে ২৩৩১ দাগে ১৩ শতক, ৪৭৩ খতিয়ানে ২৩২৯ দাগে ৬ শতক এবং ৪৭৩ খতিয়ানে ২৩৩২ দাগে ১৪ শতকসহ মোট ৩৩ শতক অর্পিত সম্পত্তি বাংলাদেশ সরকার উক্ত মাদরাসার নামে লিজ প্রদান করে। উক্ত লিজভুক্ত সম্পত্তি ‘ক’ তালিকাভুক্ত। বর্তমানে উক্ত সম্পত্তি থেকে মাদরাসাকে উচ্ছেদ করে মাটিয়াগোঁধা গ্রামের মৃত কালামিয়ার ছেলে আবদুর রউপ গংরা নিজ নামে খতিয়ানভুক্ত করতে এবং জোরপূর্বক দখল করতে নানা অপচেষ্টা চালাচ্ছে। আমরা মাদরাসার লিজভুক্ত সম্পত্তি মাদরাসার নামে রাখার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। ছাগলনাইয়া উপজেলা সহকারী সেটেলমেন্ট অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, গতকাল মঙ্গলবার দুপুরে সরজমিনে তদন্ত করার জন্য একটি টিম গিয়েছে। আগামীকাল বুধবার নোয়াখালী জোনাল সেটেলমেন্ট অফিসার এ বিষয়ে শুনানি করবেন। এ সম্পত্তিটি সরকারী এনিমি সম্পত্তি হিসেবে রেকর্ড হয়। বর্তমানে বাদী পক্ষ আবদুর রউপ গংরা তাদের মালিকানা দাবি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেন। আমরা বাদী এবং বিবাদীকে তাদের লিখিত বক্তব্যে এবং কাগজপত্র জমা দিতে বলেছি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন