শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

মাদরাসাছাত্রীর আত্মহত্যা

ছাতক (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ মার্চ, ২০২২, ১২:০৫ এএম

ছাতকে বিষপান করে সালমা বেগম (১৭) নামের এক মাদরাসার ছাত্রী আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে গত রোববার সন্ধ্যায় উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের মৈশাপুর মাঝপাড়া গ্রামে। সে ওই গ্রামের সউদি আরব প্রবাসী ওয়ারিছ আলীর কন্যা ও ধারণ নতুনবাজার দাখিল মাদরাসার দাখিল পরিক্ষার্থী। জানা যায়, রোববার সকালে প্রতিদিনের মতো মাদরাসায় যায় সালমা বেগম। বিকেলে বাড়িতে ফিরে সন্ধ্যার দিকে নিজ ঘরে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। পরিবারের লোকজন গুরুতর অবস্থায় তাকে উদ্ধার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় রাতেই মারা যায়। লাশের ময়না তদন্ত শেষে গতকাল সোমবার বাদ আছর জানাযা নামাজ শেষে পঞ্চায়েতি কবরস্থানে দাফন সম্পন্ন হয়। তবে আত্মহত্যার কোন কারণ জানা সম্ভব হয়নি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন