রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় বিদেশি নাগরিকের বাসা থেকে ইউএস ডলার চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ। গ্রেফতারের নাম মো. তালহা ইউসুফ। বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে উত্তরা জোনাল টিম।
গতকাল গোয়েন্দা উত্তরা বিভাগের এডিসি বদরুজ্জামান জিল্লু বলেন, গত ৯ মার্চ উত্তরা পূর্ব থানার ৪নং সেক্টরে এক বিদেশি নাগরিকের বাসা থেকে ৩৩ হাজার ইউএস ডলার চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় উত্তরা পূর্ব থানায় মামলা হয়। মামলাটি ছায়া তদন্ত শুরু করে গোয়েন্দা উত্তরা বিভাগ।
এডিসি বদরুজ্জামান বলেন, তদন্তকালে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া ১০ হাজার ইউএস ডলার উদ্ধার করা হয়। বাকি ইউএস ডলার তার কাছ থেকে উদ্ধার করা সম্ভব হয়নি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন