শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

মহানগর

সরকার গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন হরণ করে বিজয়ের সুবর্ণ জয়ন্তীকে বিবর্ণ করেছে : এমরান সালেহ প্রিন্স

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০২১, ৮:৩১ পিএম | আপডেট : ১০:২৫ পিএম, ১৬ ডিসেম্বর, ২০২১

বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, সরকার গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন হরণ করে স্বাধীনতার চেতনা ধ্বংস এবং স্বাধীনতা ও বিজয়ের সুবর্ণ জয়ন্তীকে বিবর্ণ করেছে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসে ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলায় পৃথক দুইটি সমাবেশে তিনি একথা বলেন। সমাবেশের আগে তিনি হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে পৃথক পৃথক দুইটি বিশাল বিজয় শোভাযাত্রায় নেতৃত্ব দেন।
শোভাযাত্রায় ব্যানার, ফেস্টুন নিয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা যোগ দেন। শোভাযাত্রা দুই উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় শহীদ স্মৃতি সৌধে শ্রদ্ধা নিবেদন ও সমাবেশের মাধ্যমে কর্মসূচি সমাপ্তি ঘটে।
হালুয়াঘাটের সমবেশে বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, বীর মুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন, আসলাম মিয়া বাবুল, আবু হাসনাত বদরুল কবির, আবদুল হামিদ
এবং ধোবাউড়ার সমাবেশে বিএনপি নেতা অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, আনিসুর রহমান মানিক, ফরহাদ রাব্বানী সুমন, মোয়াজ্জেম হোসেন খান লিটন বক্তব্য রাখেন।
এছাড়াও হালুয়াঘাটের বিজয় শোভাযাত্রায় বিএনপি নেতা আবদুল মান্নান মল্লিক, আলী আশরাফ, মিজানুর রহমান, ইসহাক আলী মাস্টার, ক্বারী আবুল কাশেম, কসিম উদ্দিন জোয়ারদার, হোসনে আরা নীলু, সুলতান মহিউদ্দিন,আব্দুস সাত্তার,ময়মনসিংহ উত্তর জেলা যুব দলের সহ সভাপতি আবদুল আজিজ খান,যুগ্ম সম্পাদক আবদুল মালেক,,ময়মনসিংহ উত্তর জেলা ছাত্র দলের সিনিয়র সহ সভাপতি আসাদুজ্জামান আসিফ, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবদুল গণি,সাধারণ সম্পাদক মশিউজ্জামান, কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান,পৌর কৃষক দলের আহ্বায়ক মইন উদ্দিন বাবুল,উপজেলা ছাত্র দলের আহ্বায়ক নাইমুর আরেফীন পাপন, পৌর ছাত্র দলের সদস্য সচিব তাজবীর হোসেন অন্তর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিন খান,সদস্য সচিব আলিমুল ইসলাম, , পৌর ছাত্র দলের আহ্বায়ক মেহেদী হাসান দুলাল, সদস্য সচিব আসাদুজ্জামান সুজন, মহিলা দলের আহ্বায়ক মনোয়ারা খাতুন ময়না, তাঁতী দলের আহ্বায়ক আকিকুল ইসলাম, জাসাস সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহমুদুল হক মুন্না, মৎস্যজীবী দলের আহ্বায়ক মোশাররফ হোসেন,সাদস্য সচিব আবদুস সালাম প্রমুখ নেতৃবৃন্দ এবং ধোবাউড়া উপজেলার শোভাযাত্রায় আজহারুল হক, আবুল হাশেম,হাবিবুর রহমান হাবিব, আবদুল কুদ্দুস, গাজীউল ইসলাম, হুমায়ুন ইসলাম, আবদুস শহীদ, সোলায়মান সরকার, আবু সিদ্দিক, আমিনুল ইসলাম, রফিকুল ইসলাম, সাজ্জাদ হোসেন, উপজেলা যুব দলের আবুল কাশেম ডলার, ফরহাদ আল রাজি, কৃষক দলের আহ্বায়ক নয়ন মন্ডল,কাছুম আলী,স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসেন,সদস্য সচিব কামরুল হাসান সুমন, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক ফারুক হোসেন, হ্বায়ক জালাল উদ্দীন,সদস্য সচিব সাইফুল ইসলাম পলাশ,মৎস্যজীবী দলের আহ্বায়ক ফেরদৌস ইসলাম হযরত, তাঁতী দলের আহ্বায়ক উসমান গণি,সদস্য সচিব নুর উদ্দিন হাসান শাহ সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশে এমরান সালেহ প্রিন্স বলেন, সরকার দেশের মান-মর্যাদা ধুলিস্যাত করে দিয়েছে। নিজেদের অনৈতিক শাসন দীর্ঘায়িত করতে আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে গুম,খুনসহ মানবাধিকার লঙ্ঘন করেছে, ভোটাধিকার কেড়ে নিয়েছে।যার ফলে যুক্তরাষ্ট্র র্যাব বাহিনীর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। এ নিষেধাজ্ঞার ফল চরম আকার ধারণ করতে পারে। এজন্য দায়ী আওয়ামী লীগ সরকারের পদত্যাগ দাবী করে তিনি অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে প্রেরণেরও আহ্বান জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন