নেত্রকোণা সদর এবং আটপাড়া উপজেলাধীন ইউনিয়ন পরিষদসমূহের নব নির্বাচিত চেয়ারম্যানগণের শপথ গ্রহণ অনুষ্ঠান আজ রবিবার বিকাল সাড়ে তিনটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক জিয়া আহমেদ সুমন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নব নির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান।
শপথ গ্রহণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন।
এ সময় আটপাড়া উপজেলা চেয়ারম্যান হাজী মোঃখায়রুল ইসলাম,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তারসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান বলেন নব নির্বাচিত চেয়ারম্যানগণকে তৃণমূলের জনগণের সাথে সুসম্পর্ক বজায় রেখে সরকারের গৃহিত নানা উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করতে হবে।
পরে প্রধান অতিথি ফুল দিয়ে নব নির্বাচিত সকল চেয়ারম্যানগণকে শুভেচ্ছা জানান।
উল্লেখ্য নেত্রকোণা সদর উপজেলার ১০জন ও আটপাড়া উপজেলার ০৭জন নব নির্বাচিত চেয়ারম্যান শপথ গ্রহণ করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন