শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সংবাদ প্রকাশের ২৪ ঘন্টার মধ্যেই ডোমার রেল স্টেশন কালোবাজারি মুক্ত

ডোমার (নীলফামারী) সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০২১, ১০:০৭ পিএম

দৈনিক ইনকিলাবে ১৯ ডিসেম্বর রবিবার বিকালে অনুসন্ধানী প্রতিবেদন নীলফামারীর ডোমারে "৫০০ টাকার টিকিট ৮৫০ টাকায় বিক্রি হচ্ছে যেভাবে" শিরোনামে প্রতিবেদনটি প্রকাশের ২৪ ঘন্টার মধ্যেই স্টেশনের চেহারা পাল্টে গেছে।

স্থানীয় লোকজনের কাছে খোঁজ নিয়ে জানা দেখা যায়, সেখানে বিগত ২দিন আগে যে পরিমাণ টিকিট কালোবাজারি হতো সেটা একেবারে কমে গেছে। নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ঢাকাগামী যাত্রীরা দৈনিক ইনকিলাবকে জানান, আমরা আশাকরি ভবিষ্যতেও এই অবস্থা বহাল থাকবে।

এ ব্যাপারে ডোমার রেল স্টেশন মাস্টার মাসুদ রানা বলেন, কালোবাজারি দমন করার ব্যাপারে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগীতায় অনেকটাই সফল হয়েছি। তবে আমাদের নজরদারী অব্যাহত থাকবে যেন ভবিষ্যতে এটা বহাল থাকে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Md Firozur Rahman ২৩ ডিসেম্বর, ২০২১, ১০:২৩ পিএম says : 0
পাবনা জেলার চাটমোহর থানায় চাটমোহর রেল স্টেশনে টিকিট কালোবাজারির কারণে সকল যাত্রী ভোগান্তি পোহায়।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন