পটুয়াখালীর মির্জাগঞ্জের কাকড়াবুনিয়া ইউনিয়নের গাজীপুরা শাখা ডাকঘর থেকে সোমবার বিকেলে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে নির্মানধীন একটি স্কুল ভবনের রড উদ্ধার করেছে থানা পুলিশ। এ সময় পোস্ট মাস্টারের স্বামী মোঃ বাদলকে জিজ্ঞেসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয় ।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ডাকঘরের সামনে রশি দিয়ে বাউন্ডারি দিয়ে রেখেছেন থানা পুলিশ।
ডাকঘরের পাশে স্কুলের নির্মাণ কাজ চলানো মিস্ত্রি বলেন, আমাদের রডের নাম্বারের সাথে উদ্ধারকৃত ১৯ টি রডের মিল পাওয়া গেছে।
স্থানীয়রা বলেন, এখনও ভিতর আরো বেশ কিছু রড আছে।
সংশ্লিষ্ট পোস্ট মাস্টার শাকিলা শিরিন বলেন, ২০১৭ সাল থেকে কর্মরত আছি। আমার স্বামীর ক্লিনিক করার জন্য বাজারে ঘরের কাজ চলমান। তাই অফিসের ভিতর ওই রড রাখা হয়েছিল।
পোস্ট অফিস পরিদর্শক আবু সালেহ মোঃ মুসা বলেন, তার বিরুদ্ধে এ অভিযোগের সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা গ্রহন করা হবে।
এ বিষয় মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন তালুকদার বলেন, রড উদ্ধার করে থানায় রাখা হয়েছে এবং তদন্ত করে আইনী পদক্ষেপ গ্রহন করা হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন