শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

বঙ্গবন্ধু আন্তর্জাতিক তায়কোয়ান্দো

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০২১, ১২:০০ এএম

বিশ্বের ২০টি দেশের প্রায় তিনশ’ তায়কোয়ান্দোকার অংশগ্রহনে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক ভার্চুয়াল তায়কোয়ান্দো প্রতিযোগিতা। এই টুর্নামেন্টে বাংলাদেশের একশ’ ১০ জন তায়কোয়ান্দোকা অংশ নেবেন। এছাড়া সোমবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ট্রাস্ট ব্যাংক জাতীয় তায়কোয়ান্দো প্রতিযোগিতা। যেখানে ৬৯ টি ওজন ক্যাটাগরিতে পাঁচশ’জন তায়কোয়ান্দোকা খেলবেন। ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা বলেন, আন্তর্জাতিক টুর্ণামেন্টের আয়োজন করছে থাইল্যান্ড। যেখানে বাংলাদেশের ছেলে মেয়েরা ভার্চুয়ালি অংশ নেবে। আর জাতীয় টুর্নামেন্টের খেলাতেও তারা খেলবে। এতে তাদের অভিজ্ঞতা ও দক্ষতা বৃদ্ধি পাবে।’ ফেডারেশনের সভাপতি কাজী মোর্শেদ হোসেন কামাল বলেন, ‘আমরা তায়কোয়ান্দোকাদের মানোন্নয়নের জন্য সব রকম ব্যবস্থা নিয়েছি।’

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন