বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ওমিক্রন : আজ জরুরি বৈঠক ডেকেছেন মোদি, লকডাউন নিয়ে আতঙ্ক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০২১, ১২:৩৪ পিএম

আজ বুধবার (২৯ ডিসেম্বর) বিকেল চারটায় মন্ত্রিসভার জরুরি সভা ডেকেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই বৈঠকে দেশের ওমিক্রন সমস্যা নিয়ে আলোচনা হবে। দেশটির পাঁচ রাজ্যে বিধানসভা ভোটও আলোচ্যসূচিতে থাকছে। ওমিক্রন সংক্রমনে দীর্ণ দেশে ভোট পিছানো যায় কিনা তাই নিয়ে আলোচনা হবে। আলোচনা হবে ওমিক্রন মোকাবিলার পথ নিয়ে।

দীর্ঘ লকডাউনের পর দেশের অর্থনীতি সবে ঘুরে দাঁড়াতে আরম্ভ করেছে। এখন লকডাউন হলে অর্থনীতির মাজা যে ভেঙে যাবে তা বলছেন বিশেষজ্ঞরা। কিন্তু, প্রাণ বাঁচাতে লকডাউন জরুরি হলে তা মানতে দ্বিধা করা হবেনা বলেই মোদি ঘনিষ্ঠরা মনে করছেন।

তবে, মধ্যবর্তী একটি পরিকল্পনা নেওয়া হতে পারে। আংশিক লকডাউন এর কথা তাই অনেকেই উড়িয়ে দিচ্ছেনা। আজ বিকেলে মন্ত্রীমন্ডলীর বৈঠকের পর মোদি জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে পারেন বলে জানা গেছে। সূত্র : এনডিটিভি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন