পুঠিয়ায় গলায় ওড়না পেঁচিয়ে রাহেনা বেগম (৫১) নামের দুই সন্তানের জননী আত্মহত্যা করেছে। শুক্রবার সকাল আনুমানিক ৮টার দিকে উপজেলার জিউপাড়া ইউনিয়নের মধুখালী গ্রামে এ আতœহত্যার ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ সোহারাওয়ার্দী হোসেন বলেন, গত দেড় যুগ আগে রাজশাহী জেলার তানোর উপজেলার কাকনহাট এলাকায় তার বিয়ে হয়। বিয়ে পর তার স্বামীর সাথে বনিবনা না হওয়ায় দুই সন্তান নিয়ে বাবার বাড়ি মধুখালীতে চলে আসেন। বেশ কয়েক বছর থেকে তিনি মরণব্যাধী ক্যান্সারে ভুগছিলেন। অভাব অনটনের সংসারে মনকষ্টে আতœহত্যা করতে পারে বলে তিনি জানান। সকালে নিহত রাহেনা বেগমের ঝুলন্ত লাশ দেখে পুঠিয়া থানা পুলিশকে খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তার আতœহত্যা নিয়ে কারো কোন অভিযোগ না থাকায় নিহতের লাশ পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে বলে এ কর্মকর্তা জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন