শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

মঠবাড়িয়ায় মেম্বার প্রার্থীর প্রচারণার মাইক ও গাড়ী ভাংচুর

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০২২, ৩:৫৪ পিএম

পিরোজপুরের মঠবাড়িয়ায় আগামী ৫ জানুয়ারি ইউপি নির্বাচনে ৬ নং টিকিকাটা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মেম্বর প্রার্থী নাসির উদ্দিন হেলাল মৃধা (পানির পাম্প) এর প্রচার মাইক ও অটো রিক্সা ভাংচুর করেছে প্রতিদ্বন্ধী প্রার্থীরা। শুক্রবার রাতে ওই ওয়ার্ডের পাঁচশতকুড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনি প্রতিদ্বন্ধি প্রার্থী শিলা সেলিম ( ক্রিকেট ব্যাট) ও নিরঞ্জন শিকারী (বৈদ্যুতিক পাখা) এর বিরুদ্ধে মঠবাড়িয়া থানা ও উপজেলা নির্বাচন অফিসার বরাবরে লিখিত অভিযোগ দেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে উপজেলার ৬ নং টিকিকাটা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মেম্বর প্রার্থী নাসির উদ্দিন হেলাল মৃধা (পানির পাম্প) ও তার সমর্থকরা শুক্রবার বিকেলে প্রচারণায় নামেন। সন্ধ্যার পরে মাইক প্রচার অবস্থায় পাঁচশতকুড়া নাময় স্থানে এলে প্রতিদ্বন্ধি প্রার্থী শিলা সেলিম, নিরঞ্জন শিকারী ও তাদের লোকজন প্রচারম্যান সজিব (২৫) এবং পানির পাম্প প্রতীকের মেম্বার প্রার্থী নাসির উদ্দিন হেলাল মৃধার ওপর হামলা চালিয়ে প্রচার মাইক ও অটো রিক্সা ভাংচুর করে এবং নগদ টাকা ছিনিয়ে নেয়। তাদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলা কারীরা পালিয়ে যায়। তবে অভিযুক্ত শিলা সেলিম ও নিরঞ্জন শিকারী এসকল অভিযোগ অস্বীকার করেন।

মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল লিখিত অভিযোগ সত্যতা নিশ্চিত করে জানান, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন