শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

শাটলে দুর্বৃত্তদের ছোড়া পাথরে আহত চবি শিক্ষার্থী

চবি সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০২২, ১১:০১ পিএম

শহরগামী শাটলে টোকাইদের ছোড়া পাথরের আঘাতে আহত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কৌশিক পাল নামে এক শিক্ষার্থী। বিকাল সাড়ে পাঁচটার ট্রেন নগরীর দুই নাম্বার গেইট এলাকায় আসলে এই ঘটনা ঘটে। আহত কৌশিক পাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের মাস্টার্সের ছাত্র।

তার সহপাঠী জোবায়ের খান জানান, শহরে ফেরার সময় ট্রেনটি দুই নম্বর গেইট থেকে একটু সামনে আসলেই একদল টোকাই ঢিল ঢিল ছুঁড়তে থাকে। এসময় একটি পাথর কৌশিকের মাথায় লেগে রক্তক্ষরণ শুরু হয়। রক্তক্ষরণ বেশি হওয়ার ফলে সে জ্ঞান হারিয়ে ফেলে। পরবর্তীতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এখন সে মোটামুটি সুস্থ আছে।

শাটল ট্রেনে দূর্বৃত্তদের ছোড়া পাথরে এর আগেও আহত হয়েছেন অনেকে। শিক্ষার্থীদের অভিযোগ প্রশাসনের নজরদারির অভাবে এমন দুর্ঘটনা প্রায়ই ঘটছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন