শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

লাশের সংখ্যা বেড়ে ৬, গন্ধে ভারী ধলেশ্বরীর তীরের বাতাস

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্র্টার | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০২২, ১০:৩০ এএম | আপডেট : ১১:৩৬ এএম, ১০ জানুয়ারি, ২০২২

একে একে ভেসে উঠেছে ৬ জনের লাশ। স্বজনদের আহাজারী আর লাশের গন্ধে ভারী হয়ে উঠেছে ধলেশ্বরীর তীরের বাতাস।বাকি ৪ জনকে খোঁজছেন উদ্ধারকারীরা, স্বজনরাও খোঁজছেন ট্রলারে ট্রলারে।নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের উপপরিচালন আব্দুল্লাহ আল আরফিন জানান, তাঁদের সকলকেই লাশ হস্তান্তর হয়েছে।
রোববার সকাল সাতটা থেকে আটটার মধ্যে তাদের লাশ ভেসে ওঠে। পরবর্তীতে সন্ধায় ধর্মগঞ্জ ঘাট থেকে আরও ২ জনের লাশ উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া মরদেহ গুলো হলো- জেসমিন আক্তার, তাঁর মেয়ে তাসমিম আক্তার, সাব্বির, জ্যোস্না বেগম। এছাড়াও পরবর্তীতে আওলাদ (২৭) ও মোতালেব (২৫)কে উদ্ধার করেন।
নিহত গৃহিণী জেসমিন আক্তারের ভাই বিল্লাল হোসেন বলেন, দুর্ঘটনার পর থেকে প্রতিদিনই তাঁরা ট্রলার নিয়ে আশপাশের এলাকায় স্বজনদের খোঁজ করছিলেন। আজ সকালে ট্রলার দিয়ে খুঁজে দেখার সময় তাঁরা দুর্ঘটনাস্থলের সিপাহিবাড়ি ঘাটে দুটি ভাসমান লাশ দেখতে পান। আর বাকি দু’টি লাশ পাওয়া গেছে বক্তাবলি ঘাট এলাকায়। তাঁদের আরও দু’জনের এখনও খোঁজ মিলছে না।
গত বুধবার এমভি ফারহান-৬ নামের লঞ্চের ধাক্কায় প্রায় ৭০ জন যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায়। তখন থেকে অন্তত ১০ যাত্রী নিখোঁজ ছিলেন। ফায়ার সার্ভিস, নৌবাহিনী, কোস্টগার্ড ও বিআইডব্লিউটিএর ডুবুরি দল গত টানা চার দিনা চেষ্টা করেও নিখোঁজ কাউকে খুঁজে পায়নি।
পঞ্চম দিনের উদ্ধার অভিযান শুরু হওয়ার আগে স্বজনেরাই নিখোঁজ চারজনকে খুঁজে পেলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
ELMAY A JILANI ১০ জানুয়ারি, ২০২২, ২:৩৩ পিএম says : 0
Trawler, speed boat, Khyea boat, lanch or any type of transport vehicles driver license must get from govt with the training about incident awareness certificate must, if it is ok than it may be reduced to accident. Without any licence holder find out they will drill by govt rules .If small boats have licence to operate their trawler boat it will get money for gov and govt taxes increased. like brt license.
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন