সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ভারতে একদিনে করোনা শনাক্ত প্রায় ২ লাখ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০২২, ১২:২৫ পিএম

ভারতে একদিনে নতুন করে প্রায় দুই লাখ লোক করোনায় আক্রান্ত হয়েছে। মঙ্গলবার একদিনে নতুন আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯৪ হাজার ৭২০। আগের দিন সোমবার এ সংখ্যা ছিল ১ লাখ ৬৮ হাজার। ফলে একদিনে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে শতকরা ১৫.৮ ভাগ।

দেশটিতে প্রতিদিন ১০০ জনকে পরীক্ষা করে ১১.৫ জনের দেহে পাওয়া যাচ্ছে করোনা সংক্রমণ। বুধবার সকালে সরকারি ডাটা উদ্ধৃত করে এ খবর দিয়েছে এনডিটিভি।
ভারতে এ পর্যন্ত ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা ৪৮৬৮। উচ্চ সংক্রমণ ক্ষমতাসম্পন্ন এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় দক্ষিণ আফ্রিকায়। এরই মধ্যে তা বিশ্বের বেশির ভাগ দেশে ছড়িয়ে পড়েছে।

তবে ভারতে ওমিক্রন সংক্রমণের প্রবণতা অনেক বেশি। ২৯টি রাজ্য ও ইউনিয়ন টেরিটোরির কমপক্ষে ১২০টি জেলায় করোনায় সাপ্তাহিক পজেটিভের শতকরা হার ১০ ভাগ। একে ভারতে করোনা মহামারির তৃতীয় ঢেউ বলে অভিহিত করা হচ্ছে। সূত্র : এনডিটিভি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন