শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সোনালি আসর

মাহমুদুল হাসান নিজামীর ছড়া

প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

মাত্রা

কোন মাত্রায় লিখি আমি
কেহ কেহ জানতে চায়
টিপে টিপে তিতে করে
ভুল আবিষ্কার করতে যায়
ভাবটা তাদের এমন যেন
সকল কিছু তারাই জানে
চাল কচুর খিচুড়ি টায়
হাতের করে মাত্রা গোনে
দাদা আমার সব জান্তা?
ভুলে গোনেন তিনের নামতা

চতুর

আপনাকে চতুর ভাবে
অথচ সে খুব বোকা
কোমল কথায় ধরা খেয়ে
বনে যায়রে সে বোকা
ছলনাতে ফাঁদে পড়ে
কাঁদে পথের দ্বারে
মহৎ কথায় বুঝতো ভুল
বললে স্বজন তারে
প্রতারকের মোহের টানে
অন্ধ তাহার দুই নয়ন
আপন মোহের খেসারতটা
সব হারিয়ে হয় স্মরণ

মা

কেমন আছো মাগো আমার
কেমন আছো মা
চারটা বছর চলে গেলো
তোমার খবার দিলে না

একাকী শুয়ে আছো
বেতছড়িতে কবরে
বুকের গহীন অনল দাহ
বুকে রোজ প্রহরে

মাগো তোমার সখের দুধেল
সেই গাভীটা কিনতে চাই
ফিরে যদি নাইবা আস
কি লাভ হবে কিনে তাই

রসই ঘরে বারান্দায়
তোমায় সদা খুঁজি
বিরহ ভারে তব মাগো
কষ্ট নয়ন বুঝি


ইছামতি

ইছামতি করতোয়া হেলেনাই ডাকি
যে নামেই ডাকা হোক যতনে রাখি
নদীটার নাম হয় আধারের ফুল
যতনে রাখি তারে আদরের দুল
করতোয়া পেরিয়ে মধুমতির তীরে
উত্তরে চলেছে স্বপনটা ঘিরে
তোমাদের নদী আমাদের জল
একাকার হইয়া এক কায়া অবিকল

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন