শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

নাসিক নির্বাচনে জনতার জয় হয়নি, হয়েছে ইভিএমের : মুফতি মাসুম বিল্লাহ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০২২, ১০:২৮ পিএম

ইসলামী আন্দোলন বাংলাদেশ’র আমীর পীর সাহেব চরমোনাই মনোনীত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে পরাজিত মেয়র প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ বলেন, এবার নাসিক নির্বাচনে জনতার জয় হয়নি; হয়েছে ইভিএমের। ইভিএমের ফলে ভোট কাস্টিং হয়েছে কম। কারচুপির তো শেষ-ই নেই। সোমবার বিকাল ৩টায় নগর অফিসে এক বিবৃতিতে এ কথা বলেন মুফতি মাসুম বিল্লাহ।

গতকাল রবিবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৯২ কেন্দ্রে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী ১ লাখ ৫৯ হাজার ৯৭ ভোট পেয়ে তৃতীয় বারের মতো মেয়র নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার পেয়েছেন ৯২ হাজার ৫৬২ ভোট এবং মুফতি মাসুম বিল্লাহ পান ২৩ হাজার ৯৮৭ ভোট পান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Add
mamoon ১৮ জানুয়ারি, ২০২২, ৯:৫৬ এএম says : 0
jitle shob valo, harle shob kharap
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ