মানিকগঞ্জের ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হামিদুর রহমান করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। ঘিওর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) করোনা পরীক্ষা করালে পজেটিভ আসে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, ঘিওর উপজেলায় করোনার টিকা গ্রহণের জন্য র্যাপিড এন্টিজেন পরীক্ষায় ৬ জনের মধ্যে ৪ জন পজেটিভ।
ইউএনও মোঃ হামিদুর রহমান বলেন, তিনি গত কয়েক দিন যাবত অসুস্থ বোধ করেন এবং তার শরীরে কোভিডের উপসর্গ দেখা যায়। শনিবার তিনি ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। পরীক্ষার পর তার করোনা শনাক্ত হয়। বর্তমানে তিনি বাসায় চিকিৎসা নিচ্ছেন। তার জ্বর ও মাথাব্যথা আছে। জ্বর থেকে করোনার উপসর্গ দেখা দেয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন