দীর্ঘ ২৯ ঘন্টা পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের বাসভবনে পুনরায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। মঙ্গলবার ( ২৫ জানুয়ারি) রাত সোয়া ১২টায় কেটে দেওয়া বিদ্যুতের লাইন পুনরায় সংযোগ দেওয়া হয়।
এ বিষয়ে আন্দোলনকারী শিক্ষার্থী মোহাইমিনুল বাশার রাজ জানান, উপাচার্যের বাসভবনের পিছনে আবাসিক এলাকায় বিশ্ববিদ্যালয়ের কিছু কর্মচারী থাকে। উপাচার্যের বাসভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাখলে তাদেরও দুর্ভোগ বাড়বে। তাই পুনরায় এই বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, উপাচার্যের পতনের দাবিতে আমরণ অনশন পালনের ৫ম দিনে আগে গত রবিবার ( ২৩ জানিয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় উপাচার্যের বাসভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় শিক্ষার্থীরা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন