শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

‘ফাইট ক্লাব’-এর শেষ দৃশ্য পরিবর্তনে বাধ্য করল চীন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৫ এএম

‘ফাইট ক্লাব’ ফিল্মটি মুক্তি পেয়েছে দুই দশকেরই বেশি সময় আগে ১৯৯৯ সালে। কাল।ট ক্লাসিক ফিল্মটির শেষ দৃশ্য পরিবর্তনে নির্মাতা-প্রদর্শকদের বাধ্য করেছি চীনা প্রশাসন। চীনা ভক্তরা ডেভিড ফিঞ্চার পরিচালিত ফিল্মটির পরিবর্তিত শেষ দৃশ্য টেনসেন্ট ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে দেখে রীতিমত ক্ষোভে ফেটে পড়েছে। চীনা যবনিকা দৃশ্যে আমূল পরিবর্তন আনা হয়েছে। এডওয়ার্ড নর্টন রূপায়িত ভাষ্যকার আবিষ্কার করে ব্র্যাড পিট অভিনীত চতুরভাষী টাইলার ডার্ডেন আসলে তারই আরেক রূপ, এবং নিজে আত্মহত্যা করে তাকে সে হত্যা করে। চূড়ান্ত দৃশ্যে ভাষ্যকার তার প্রেমিকার (হেলেনা বনহ্যাম কার্টার) পাশে দাঁড়িয়ে ভোগবাদের প্রতীক আশপাশের দালানগুলো বিস্ফোরণে ধ্বংস হতে দেখে, যা ডার্ডেন পরিকল্পনা করে। তবে চীনা প্রশাসনের বাধায় এই বিস্ফোরণের দৃশ্য বাদ দেয়া হয়েছে, আর সেখানে একটি ক্যাপশন যোগ করা হয়েছে। এতে বলা হয়েছে টাইলারের তথ্য নিয়ে বোমা বিস্ফোরণের আগেই তা নিষ্ক্রিয় করা হয় এবং হোতাদের গ্রেফতার করা হয় এবং টাইলারকে মানসিক রোগের হাসপাতালে পাঠান হয়, ২০১২তে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন