শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

সউদী আরবের জাতীয় পতাকা, সঙ্গীত ও প্রতীক সংশোধনে শুরা কাউন্সিলের অনুমোদন

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০২২, ২:০৮ পিএম

সউদী আরবের প্রতীকী সবুজ জাতীয় পতাকা, তলোয়ার খচিত জাতীয় প্রতীক এবং জাতীয় সঙ্গীতে ছোটখাটো পরিবর্তন করা হতে পারে মনে করা হচ্ছে।

রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, সোমবার রাজ্যের পরামর্শক শুরা কাউন্সিল এ বিষয়ে একটি খসড়া সংশোধনীর পক্ষে সর্বসম্মতভাবে ভোট দিয়েছে। জাতীয় পতাকা, প্রতীক ও সঙ্গীতের ২৩ অনুচ্ছেদের অধীনে কাউন্সিলের সদস্য সা’দ সালিব আল ওতাইবি এই খসড়া কাউন্সিলের কাছে উত্থাপন করেন।

সবক-এর মতে, সউদী আরবের জাতীয় পতাকা ইস্যু করা হয়েছিল প্রায় ৫০ বছর আগে।কিন্তু সউদী ভিশন ২০৩০ এর লক্ষ্য ও উদ্যোগকে সমর্থন করে এমন সাম্প্রতিক বছরগুলোর রিভিউ এবং বহু ক্ষেত্রে পরিবর্তনের প্রেক্ষাপটে নতুন করে সেই পতাকাকে সংশোধন করার কথা বলা হয়েছে।

সবক তার রিপোর্টে বলেছে, বেসিক ল’ অব গভর্নেন্সের ৪ অনুচ্ছেদে গুরুত্বপূর্ণ প্রয়োজন মেটানোর অনুষঙ্গ হিসেবে জাতীয় সঙ্গীতকে সংজ্ঞায়িত করে এবং সিস্টেমের বিধানগুলোর বিশদ বর্ণনা করে- এমন একটি ব্যবস্থার অভাব পূরণ করা প্রয়োজন।

এতে আরও বলা হয়, জাতীয় প্রতীক ব্যবহারের জন্য নির্ধারক এবং নিয়ন্ত্রণ স্থাপন প্রয়োজন। তা লঙ্ঘনের ক্ষেত্রে প্রয়োগ করা জরিমানার বিধান নির্ধারণ করতে হবে। সূত্র: এবিসি নিউজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
jack ali ৪ ফেব্রুয়ারি, ২০২২, ৫:১০ পিএম says : 0
36) Rasulullah (sallallahu alayhi wasallam) said: "Verily, Allah Ta'ala sent me as a Mercy and a Guide to the worlds, and He has commanded me to destroy musical instruments……" (37) Hadhrat Abu Hurairah (radhiyallahu anhu) narrates: "Rasulullah (sallallahu alayhi wasallam) said: 'Verily, the bell is of the musical instruments of shaitaan." (Muslim and Abu Dawood) (38) Hadhrat Abu Hurairah (radhiyallahu anhu) narrated that Rasulullah (sallallahu alayhi wasallam) said: "The Malaaikah do no associate with a group in which there is a dog or a bell." (Muslim and Abu Dawood) (39) Hadhrat Aishah (radhiyallahu anha) narrated: "Verily, Nabi (sallallahu alayhi wasallam) instructed that all bells be cut off from the necks of the camels o­n the Day of Badr." (Musnad Ahmad) (40) Hadhrat Umar (radhiyallahu anhu) narrated: "I heard Rasulullah (sallallahu alayhi wasallam) saying: "Verily, with every bell is a shaitaan." (Abu Dawood) The tinkling and jingling of bells are also associated with shaitaani music, hence the stringent prohibition. Now that these numerous Ahaadith in which Rasulullah (sallallahu alayhi wasallam) severely condemns music and singing has dawned o­n those who lacked awareness, there cannot be a Muslim with a healthy Imaan who will still believe in the permissibility of the voice of shaitaan. [Extracted from: Sautush Shaitaan]
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন