ইউক্রেনে সর্বাত্মক হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা দাবি করেছেন, ইউক্রেনে পূর্ণ মাত্রার অভিযান চালাতে প্রয়োজনীয় সামরিক সক্ষমতার প্রায় ৭০ শতাংশই প্রস্তুত রেখেছে রাশিয়া। রাশিয়া হামলা করলে মাত্র ৭২ ঘণ্টার মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভের পতন হবে বলে তারা দাবি করেছেন। তাদের আরও দাবি, ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকে মার্চের শেষ নাগাদ আরও ভারী সরঞ্জাম মোতায়েন করবে রাশিয়া। আমেরিকার সংবাদমাধ্যমগুলো বলছে, নাম প্রকাশ না করার শর্তে ওই দুই মার্কিন কর্মকর্তা তাদের বক্তব্যের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি। তাদের দাবি, গোয়েন্দা পর্যালোচনার ভিত্তিতে এসব তথ্য পেয়েছেন তারা, তবে স্পর্শকাতর হওয়ায় এর বিস্তারিত উল্লেখ করা যাচ্ছে না। ওই কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, ইউক্রেনে রাশিয়ার অভিযানের কারণে ৫০ হাজার বেসামরিক নাগরিকের মৃত্যু হতে পারে। তারা আরও আভাস দিয়েছেন, হামলা হলে কয়েক দিনের মধ্যেই ইউক্রেনের রাজধানী কিয়েভের পতন ঘটবে। দেশ ছেড়ে পালাতে বাধ্য হবে লাখো মানুষ। আর তাতে ইউরোপে শরণার্থী সংকট হবে। ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর ক্রিমিয়াকে রাশিয়ার সঙ্গে একীভূত করা নিয়ে উত্তেজনা শুরু হওয়ার প্রায় আট বছর পর সম্প্রতি নতুন এ উত্তেজনা তৈরি হয়েছে। পশ্চিমা বিশ্বের দাবি, ইউক্রেনে হামলার উদ্দেশ্যে দেশটির সীমান্তের কাছে এক লাখের বেশি রুশ সেনা মোতায়েন করা হয়েছে। তবে রাশিয়া বলেছে, ইউক্রেনে হামলার পরিকল্পনা তাদের নেই। মহড়া চালানোর জন্যই সেনা সমাবেশ করা হয়েছে। অপর এক খবরে বলা হয়, দিন যত গড়াচ্ছে রাশিয়া-ইউক্রেনের সংঘাতের আশঙ্কা ততই জোরালো হচ্ছে। মস্কো কবে, কখন ইউক্রেনে হামলা চালাতে পারে এ নিয়ে চলছে জল্পনা-কল্পনা। তবে পুরো ইউক্রেন দখল করতে রাশিয়ার যথেষ্ট সেনা নেই বলে দাবি করেছেন দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রি জাগোরোদনিউক। তার মতে, কিয়েভ অথবা ইউক্রেনের অন্য কোনও শহর দখল করার মতো সেনা থাকলেও পুরো দেশ কব্জায় নেওয়ার সক্ষমতা নেই মস্কোর। সম্প্রতি বাইডেন প্রশাসনের দুই কর্মকর্তা সতর্ক করেছেন যে ইউক্রেনে আগ্রাসন চালাতে ৭০ ভাগ সামরিক প্রস্তুতি সম্পন্ন করেছে রাশিয়া। ফলে কয়েক সপ্তাহের মধ্যেই পূর্ব ইউরোপের দেশটিতে আক্রমণ চালাতে পারে মস্কো। হামলাকে সামনে রেখে পুরোদমে প্রস্তুতি নিচ্ছে বলেও দাবি মার্কিন কর্মকর্তাদের। বাইডেন প্রশাসনের কর্তাদের মন্তব্যের প্রতিক্রিয়া নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের সঙ্গে আলাপ হয় ইউক্রেনের সাবেক এই প্রতিরক্ষামন্ত্রীর। তিনি বলেন, পরিস্থিতি যে দিকে গড়াচ্ছে তা মনে হচ্ছে ‘বেশ মারাত্মক’। রাশিয়া ইউক্রেনের যেকোনও শহর দখল করে নিতে পারে। তবে পুরোদমে আক্রমণের জন্য ২ লাখের মতো সেনা প্রয়োজন। কিন্তু আমরা এখনও এমন কিছু দেখিনি। রুশ আক্রমণ যে অনিবার্য এমনটা মানতে নারাজ তিনি। এদিকে ইউক্রেনের অবস্থান এখনও ঘোলাটে বলে মন্তব্য করেন সাবেক প্রতিরক্ষামন্ত্রী। ইউক্রেনীয় সামীন্তের কাছে প্রায় ১ লাখের মতো রুশ সেনা প্রস্তুত রয়েছে। পশ্চিমাদেশগুলোর দাবি, একটা ছোট নোটিশেই যেকোনও মুহূর্তে হামলা চালাতে পারে মস্কো। সিএনবিসি, দ্য গার্ডিয়ান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন