শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

আল্লাহু আকবার স্লোগানে একাই উগ্রবাদীদের জবাব দিয়ে নেটিজেনদের প্রসংশায় ভাসছেন হিজাব পরিহিতা ছাত্রী

শাহেদ নুর | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০২২, ১১:৩৩ পিএম

সম্প্রতি ভারতের বিজেপিশাসিত কর্ণাটকে হিজাব পরিহিতা এক ছাত্রী কলেজে প্রবেশ করতেই তাঁর দিকে তেড়ে আসে ছাত্র নামধারী হিন্দু উগ্রবাদীরা। দিতে থাকে 'জয় শ্রী রাম' স্লোগান। কিন্তু ভয় না পেয়ে মুখের উপর 'আল্লাহু আকবার' ধ্বনি দিয়ে ওই ছাত্রী একাই লড়ে যায়। এই ঘটনার ভিডিও ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই সাহসী পদক্ষেপের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রসংশায় ভাসছেন হিজাব পরিহিতা ওই ছাত্রী।

তার প্রসংশা করে নাজিউর রহমান নামে একজন ফেইসবুকে লিখেছেন, ‘বীরত্বের পরিচয় দিয়েছে বোনটি। মা শা আল্লাহ! আর এই নিকৃষ্ট জাতিকে আল্লাহ হিদায়াত দান করুক।’ আরেক জন লিখেন, ‘ওদের মোকাবেলায় আমাদের এক বোনই যথেষ্ট, ইনশাআল্লাহ।’

ওই ছাত্রীর জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে তাইহান পাটওয়ারী লিখেছেন, ‘আল্লাহু আকবার, মুসলিমরা এমনই হয়। তাদের ঈমানের শক্তির বলে একাই ১০০০ জনের সামনে দাঁড়াতে সক্ষম। মহান আল্লাহ রাব্বুল আলামীন আমাদের প্রিয় বোনকে হেফাজত করুক।’

এই ইস্যুতে ভারতের সমালোচনা করে মহিউদ্দিন লিখেছেন, ‘ভারত পৃথিবীর মধ্যে অন্যতম অমানবিক, সাম্প্রদায়িক, অগণতান্ত্রিক, বর্ণবাদী রাস্ট্র।’

গত কয়েকদিন আগে ভারতের কর্ণাটকে হিজাব নিয়ে বিতর্ক শুরু হয়। কিছু কলেজে মুসলিম শিক্ষার্থীদের হিজাব পরে কলেজে আসতে নিষেধাজ্ঞা জারি করা হয়। অপরদিকে কোনো কোনো কলেজে হিন্দু শিক্ষার্থীদের গেরুয়া ওড়না পরে কলেজে আসতে দেখা যায়। ছাত্ররাও গেরুয়া চাদর পরে কলেজে আসছে। এ নিয়ে কোথাও কোথাও উত্তেজনাও সৃষ্টি হয়েছে।

মুসলিম শিক্ষার্থীদের হিজাব পরার ওপর নিষেধাজ্ঞার কঠোর সমালোচনা করেছেন খোদ ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এক টুইটার বার্তায় তিনি বলেন, ‘শিক্ষাদানের ক্ষেত্রে হিজাবকে টেনে এনে আমরা ভারতের মেয়েদের ভবিষ্যৎ কেড়ে নিচ্ছি। মা সরস্বতী বিদ্যা ও জ্ঞানের দেবী। তিনি পক্ষপাতিত্ব বা বৈষম্য করেন না।’

ভারতের নারী কল্যাণ ও সমাজ কর্মীদের একাংশও ‘হিজাব নিষিদ্ধ করার পদক্ষেপটি সাংবিধানিক অধিকারের লঙ্ঘন’ বলে মনে করেন।

পুরো ভারতজুড়ে এই বিতর্ক সৃষ্টির পর কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে আবার হিজাব পরা ছাত্রীদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (3)
Harunur Rashid ৯ ফেব্রুয়ারি, ২০২২, ৮:২৩ এএম says : 0
Very proud of you my girl! Your stand against RSS thugs is an example of bravery . Every Muslim men women must learn something from you. If thugs are allowed to intimidate then game is over lots of Muslim leaders lack the understing. Hopefully we all can reflect and learn.
Total Reply(0)
MNI Khan ৯ ফেব্রুয়ারি, ২০২২, ৯:৩২ এএম says : 0
ভারতের নারী কল্যাণ ও সমাজ কর্মীদের একাংশও ‘হিজাব নিষিদ্ধ করার পদক্ষেপটি সাংবিধানিক অধিকারের লঙ্ঘন’ বলে মনে করেন। WHY THE PRIME MINISTER IS SILENT ?
Total Reply(0)
Abdul Wahab ৯ ফেব্রুয়ারি, ২০২২, ১০:১১ এএম says : 0
O Allah, do not destroy this takbeer. Please grant victory of Islam in India through this takbeer.
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন