শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

সারিকা আবার বিয়ে করেছেন

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০২২, ১০:৩০ এএম

ছোট পর্দার অভিনেত্রী সারিকা সাবরিন ফের বিয়ের পিঁড়িতে বসেছেন । গত ২ ফেব্রুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন তিনি। পাত্র বি আহমেদ রাহী।

মঙ্গলবার রাতে এসব তথ্য নিশ্চিত করে সারিকা সাবরিন জানিয়েছেন, তার স্বামী পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার ও মিউজিশিয়ান।

এছাড়া নতুন জীবনের জন্য ভক্তদের কাছে দোয়া চেয়েছেন। জানিয়েছেন, ১২ ফেব্রুয়ারি থেকে আবার কাজে ফিরছেন। এর আগে ২০১৪ সালের আগস্টে সারিকা ব্যবসায়ী মাহিম করিমকে বিয়ে করেন। সেই ঘরে তার এক কন্যা সন্তান রয়েছে।

সারিকা সাবরিন ২০০৮ সালে আশুতোষ সুজন পরিচালিত ‘ক্যামেলিয়া’ নাটকের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। বাংলালিংকের বিজ্ঞাপনে অভিনয় করে আলোচনায় এসেছিলেন এই অভিনেত্রী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Yusuf Miah ৯ ফেব্রুয়ারি, ২০২২, ১২:২১ পিএম says : 0
No.exclamation
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন