শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

প্রকাশিত সংবাদ প্রসঙ্গে

প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

গত ২৯ অক্টোবর মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজে শিক্ষককে মারধর শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। প্রকাশিত ওই সংবাদকে কলেজের অধ্যক্ষ ড. শাহান আরা বেগম মিথ্যা, অযৌক্তিক ও বানোয়াট বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, মল্লিক আমিরুল ইসলামকে তিনি অফিসে ডেকে বিভিন্ন অভিযোগ সংক্রান্ত তথ্য জানতে চান। সকল ব্রাঞ্চের সহকারী প্রধানদের উপস্থিতিতে শিক্ষক ও অভিভাবকদের বিভিন্ন অভিযোগের তথ্য জানতে চাইলে মল্লিক আমিরুল ইসলাম বনশ্রী শাখার সহকারী প্রধান শিক্ষক এস এম শাহাদাত হোসেনের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন এবং মিথ্যাবাদী ও বেয়াদব বলে গালি দেন। এরপর মল্লিক আমিরুল চাকরি করবেন না বলে চলে যেতে চাইলে শাহাদাত তাকে হাত ধরে বসতে বলেন এবং তাকে গালি দেয়ার কারণ জানতে চান। তখন তিনি সহযোগিতা না করে কক্ষ থেকে চলে চান।
রিপোর্টারের ব্যাখ্যা
আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকাশিত সংবাদকে মিথ্যা ও বানোয়াট বলে উল্লেখ করলেও কোন অংশে মিথ্যা বা বানোয়াট তথ্য দেয়া হয়েছে তা সুস্পষ্ট করে উল্লেখ করেননি। ওই প্রতিষ্ঠানের শিক্ষক আমিরুল ইসলামকে একই প্রতিষ্ঠানের শিক্ষকরা মারধর করেছে বলে অভিযোগ করা হয়েছে। তাছাড়া সংবাদটি প্রকাশের সময় মল্লিক আমিরুল ইসলাম মতিঝিল থানায় করা সাধারণ ডায়েরিতে (জিডি) যে তথ্য দিয়েছেন এবং আমিরুল ইসলামের বক্তব্য অনুযায়ী রিপোর্টটি করা হয়েছে। একই সাথে অধ্যক্ষ শাহান আরা বেগমেরও বক্তব্য নেয়া হয়েছে। তিনি প্রতিবাদ লিপিতে যে তথ্য দিয়েছেন ওইদিন প্রকাশিত প্রতিবেদনেই সেই বক্তব্য ছাপা হয়েছে। একই বক্তব্য আবার দিয়ে তিনি প্রতিবাদ পাঠিয়েছেন।






 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন