শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

অ্যায় দিল হ্যায় মুশকিল

প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

এক পানশালায় দেখা হবার পর আয়ান সেঙ্গার (রণবীর কাপুর) আর আলিজা খানের (আনুশকা শর্মা) বন্ধুত্ব হয়। তাদের দুজনের মাঝে অনেক মিল। দুজনই বলিউডের ফিল্মের জন্য পাগল আর ৮০ দশকের হিন্দি চটুল গানগুলো দুজনেরই প্রিয়। দুজনই পরস্পর আর অন্যদের নিয়ে রসিকতা করতে পছন্দ করে। এতো যাদের মাঝে মিল ধারণা করাই যায় তারা আসলে পরস্পরের জন্যই জন্মেছে। কিন্তু সমস্যাও আছে। স্থায়ী বা দীর্ঘস্থায়ী সম্পর্কের জন্য যে গুণ প্রয়োজন তার যেন অভাব আছে আলিজার মাঝে, এমনই মনে হয় আয়ানের। অন্যদিকে আলিজার কাছে আয়ান কি যোগ্য বা মানানসই? তাও বোধ হয় নয়। অত্যন্ত স্বাধীনচেতা আলিজাও নিজে তার পুরনো এক বিচ্ছেদের ধকল সামলে ওঠার চেষ্টা করছে। ডিজে আলির (ফাওয়াদ খান) সঙ্গে একসময় প্রেম করত। বিভিন্ন কারণে তা টেকেনি। আয়ানের সঙ্গে তার বন্ধুত্ব হবার পরও আলিজা বারবার আলির কাছে ফিরবার চেষ্টা করে যাচ্ছিল। আয়ান নিজেও বিষয়টি জানে এবং সে এক রকম পথহারা অবস্থায় পতিত হয়। এমনই এক বিপর্যস্ত সময়ে তার আশ্রয় হয় সাবা তালিয়ার খান (ঐশ্বর্য রাই বচ্চন) নামে এক কবি। আয়ান সাবার সান্নিধ্যে এসে জীবনকে নতুন দৃষ্টিতে দেখার সুযোগ পায়। তবে সাবার সঙ্গেও তার সম্পর্ক ঠিক আত্মিক নয় বরং শরীরী। আর তার সঙ্গে সম্পর্কে স্থায়ী হবারও সম্ভাবনা নেই কারণ সাবা স্পষ্ট জানিয়ে দিয়েছে তালিয়ার খানের (শাহরুখ খান) সঙ্গে বিবাহবিচ্ছেদের পর আর সে কাউকে ভালোবাসবে না বলে সিদ্ধান্ত নিয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন