শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ভালোবাসা দিবসে মোমিন-স্মরণের তিন গান ভিডিও

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৫ এএম

ভালবাসা দিবস উপলক্ষে গীতিকার হোসনে আরা জলির লেখা তিনটি গান প্রকাশিত হচ্ছে। গান তিনটি গেয়েছেন সঙ্গীতশিল্পী মোমিন বিশ্বাস ও স্মরণ। গান তিনটি নিয়ে হোসনে আরা জলি বলেন, মোমিন ও স্মরণকে দিয়ে চেষ্টা করেছি গানে নতুন কিছু সৃষ্টি করার। এই দুই শিল্পী তাদের গায়কীতে গান তিনটি অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন। শ্রোতা-দর্শকরা সময় নিয়ে শুনলে আমাদের সম্মিলিত প্রয়াস স্বার্থক হবে। গান তিনটি মৌলভীবাজার, সিলেটের বিয়ানীবাজারের মনোরম লোকেশানে চিত্রায়িত হয়েছে। মোমিন বিশ্বাস বলেন, আমি আর স্মরণ ‘তুমি আমি’ এবং ‘ভালোবাসার জয়’ শিরোনামের দুটি দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছি। দিবস ভিত্তিক হিসেবে গান দুটির কথা এবং সুর আমাকে মুগ্ধ করেছে। এ জন্য হোসেনে আরা জলির কাছে বিশেষভাবে ঋণী। স্মরণ তার প্রতিক্রিয়া বলেন, ভালোবাসা দিবসে মোমিনের সঙ্গে দুটি ডুয়েট এবং একটি সলো মিউজিক ভিডিও মুক্তি পাবে। একসঙ্গে তিন গান মুক্তি পাচ্ছে বলে কিছুটা নার্ভাস লাগছে। তবে আশা করছি, গানগুলো শ্রোতারা পছন্দ করবেন। ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে ‘গানবাগান ইউটিউব চ্যানেলে তিনটি গানের ভিডিও মুক্তি পাবে। এছাড়া শিল্পীদের নিজস্ব ফ্যান পেইজেও মুক্তি দেওয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন