সিরাজগঞ্জের তাড়াশে যৌতুক লোভী স্বামীর নির্যাতন সইতে না পেরে মীম (১৮) নামের এক গৃহবধু গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে তাড়াশ পৌর এলাকার প্রফেসর পাড়ায়।
স্থানীয় সূত্রে জানা যায়, তাড়াশ প্রফেসর পাড়ার প্রভাষক কামরুজ্জামানের মেধাবী মেয়ে মীমের লেখা পড়ার প্রতি প্রবল আগ্রহ থাকা সত্বেও তার ইচ্ছার বিরুদ্ধে সৎ মায়ের চাপে ৬মাস আগে উপজেলার বারুহাস ইউনিয়নের পেঙ্গুয়ারী গ্রামের মো. রইচ উদ্দিনের ছেলে জাকির হোসেন (২২) এর সাথে বিয়ে হয়।
বিয়ের পর থেকেই যৌতুক লোভী স্বামী ও তার শ্বশুর বাডীর লোকজন যৌতুকের জন্য প্রতিনিয়ত মারধর করত। বিষয়টি মীম তার বাবাকে জানালে তার সৎ মা উল্টো তাকেই শাষন করত।এরই এক পর্যায়ে গত শনিবার সকালে স্বামী জাকির হোসেন ও শাশুড়ী আবারো যৌতুকের জন্য মারধর করে মীমকে বাড়ি থেকে বের করে দেন। নির্যাতন সহ্য করতে না পেরে নিরুপায় হয়ে গৃহবধু মীম বাবার বাড়িতে এসে গ্যাস ট্যাবলেট খান।।
এ সময় তিনি অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাডাশ ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বগুডা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ১০ টার দিকে গৃহবধূ মীমের মৃত্যু হয়।
এ প্রসঙ্গে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক বলেন, বগুডা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়ায় বগুড়া সদর থানা পুলিশ এ বিষয়ে ব্যবস্থা নিবেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন