নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবি আদায়ের লক্ষে সরকারবিরোধী আন্দোলন গড়ে তুলতে বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিএনপির আলোচনা শুরু হয়েছে। বিগত কয়েকমাস ধরে অনানুষ্ঠানিকভাবে বিভিন্ন পর্যায়ে আলোচনা হলেও এবার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হলো। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার সঙ্গে গতকাল সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন তার বাসভবনে আলোচনা করেন। প্রায় ৪০ মিনিট এ দুই নেতার রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়।
বিএনপির দলীয় সূত্রে জানা যায়, বর্তমান পরিস্থিতিতে সরকারবিরোধী আন্দোলন জোরদার করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্থায়ী কমিটির সদস্যদের নির্দেশ দিয়েছেন। চলতি মাসের মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন করারও তিনি সময় বেঁধে দিয়েছেন। সে আলোকে গত ৩ জানুয়ারি অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়।
নাগরিক ঐক্যের সূত্র জানায়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এককভাবে মাহমুদুর রহমান মান্নার সঙ্গে আলোচনা করতে চেয়েছেন। এ কারণে মান্না একাই আলোচনায় অংশ নেন। এই আলোচনায় ঐকমত্য হলে দলীয়ভাবে বিএনপির প্রতিনিধি দলের সাথে নাগরিক ঐক্যের কার্যালয়ে পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে মাহমুদুর রহমান মান্না গতকাল ইনকিলাবকে বলেন, ড. খন্দকার মোশাররফ হোসেন তার সঙ্গে কথা বলার জন্য আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। আমি তার বাসায় গিয়ে কথা বলেছি। কি বিষয়ে কথা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয়েছে। সরকারবিরোধী আন্দোলনের বিষয়ে কথা হয়েছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত আলোচনা হয়নি। আমরা পরবর্তীতে আবার বসব।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন ও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ‘নিরপেক্ষ সরকারের’ অধীনে করার মূল লক্ষকে কেন্দ্রে রেখেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হয়েছে। আমরা পর্যায়ক্রমে সব দলের সঙ্গে আলোচনা করব। আর সব দলের ঐকমত্যের ভিত্তিতে সরকার পতনের আন্দোলন শুরু করব।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন