বগুড়া গাবতলীর ৯টি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ও সাধারণ আসনে নব-নির্বাচিত ১০৮জন ইউপি সদস্য গতমঙ্গলবার শপথ গ্রহণ করেছেন। শপথ বাক্য পাঠ করান গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ রওনক জাহান। এরপর (ইউএনও) মোছাঃ রওনক জাহান ৯টি ইউনিয়নের শপথ গ্রহনকারী সকল ইউপি সদস্যদের উদ্যোশে বলেন, আপনাদের’কে শতভাগ নিষ্টার সাথে দায়িত্ব পালন করতে হবে। নিশ্চিত করতে হবে সকল প্রকার নাগরিক সেবা। এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান রেকসেনা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিনা পারভীন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ রুহুল আমীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা আব্দুল হান্নান সরকার, মৎস্য কর্মকর্তা আরিফ আহম্মেদ, নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান ফারুক আহম্মেদ, আব্দুর রশিদ মোল্লা, আব্দুল মজিদ মন্ডল, রাজ্জাকুল আমিন তালুকদার রোকন, ইউনুছ আলী ফকির ও এসআই সুব্রত মাহাতো প্রমূখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন