শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

আড়াইহাজারে আশ্রমে যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় ২ শিশুর মর্মান্তিক মৃত্যু

আড়াইহাজার (নারায়ণগঞ্জ)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০২২, ১১:৩০ এএম

আড়াইহাজারে আশ্রমে যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের ২ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরো ২জন। শুক্রবার সকাল ৯টায় উপজেলার ঢাকা-আড়াইহাজার সড়কের লেঙ্গুরদী উচ্চ বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আড়াইহাজার হাজার উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের মনোহরদী গ্রামের সুমন বর্ধন হোন্ডা দিয়ে তার বাবা কার্তিক বর্ধণ , মেয়ে বৃস্টি বর্ধণ ও ভাই সুজনের মেয়ে ইরছা রানী বর্ধণকে নিয়ে সোনারগাঁয়ের বারোদী আশ্রমে যাচ্ছিল। ঘটনার সময় লেঙ্গুরদী পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান হোন্ডাটি চাপা দিলে ঘটনাস্থলেই ইরছা রানী (৭) মারা যায়। এই সময় স্থানীয়রা সুমন, কার্তিক ও বৃস্টিকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে ডাক্তার বৃস্টিকে ( ৫) মৃত ঘোষনা করেন।
আহত সুমন ও তার বাবা কার্তিকে আশংকা জনক ভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে প্রেরণ করা হয়েছে।
আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা ঘটনা নিশ্চিত করে বলেন, শিশু ২টির লাশ পরিবার নিয়ে গেছে। পুলিশ গাড়িটি আটক করলেও চালককে পালিয়ে যায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন