মাগুরায় সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। নিহত মোঃআব্দুর শুকুর মোল্যা পুলিশের সাবেক ওসি ছিলেন।
নিহতের ছেলে সরফুজ্জামান পিকুল জানান, শুক্রবার জুম্মার নামাজ পড়ে পায়ে হেটে নিজ বাড়িতে ফেরার পথে মাগুরা জেল খানার সামনে রাস্তা পারাপারের সময় একটি মোটরসাইকেলের সাথে ধাক্কা লেগে রাস্তার উপর পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীরা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ভির্তি করে। চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর রাতে তার মৃত্যু হয়।
নিহতের বাড়ি মাগুরা সদরের জেলখানা এলাকায়।মোঃআব্দুর শুকুর মোল্যা নরসিংদী থানার সাবেক ওসি ছিলেন।
মন্তব্য করুন