শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ঈশ্বরদীতে সড়ক দূর্ঘটনায় ১ জনের মৃত্যু, আহত-৩

ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ জুন, ২০২২, ২:০৮ পিএম

আজ দুপুরে ঈশ্বরদীতে সড়ক দূর্ঘটনায় মতলেব হোসেন (৪৮) নামে একজন মৃত্যুবরণ করেছে।

সে ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নের কোলেরকান্দি গ্রামের ভোলা প্রামাণিকের ছেলে।
অন্যদিকে একই ঘটনায় আহত হয়েছে আরো ৩ জন।
জানা গেছে, ঈশ্বরদী-ঢাকা মহাসড়কের সড়ইকান্দি নামক স্থানে বালুভর্তি মিনিট্রাক ও যাত্রীবাহী ভটভোটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভটভোটি চালক ছলিমপুর ইউনিয়নের কোলেরকান্দি গ্রামের ভোলা প্রামাণিকের ছেলে মতলেব (৪৮),যাত্রী নওদাপাড়া গ্রামের ছলিম হোসেনের ছেলে সাদ্দাম হোসেন (২২), ঈশ্বরদী পৌর সভার ফতেমহাম্মদপুর এলাকার সৈয়ব আলীর ছেলে শামসুল (৩৮) ও সাঁড়া ইউনিয়নের আড়মবাড়িয়া গ্রামের আফিল উদ্দীর স্ত্রী ভানু (৫২) গুরুত্বর আহত হয়। সংবাদ পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরবর্তীতে আহত মতলেব, সাদ্দাম ও শামসুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রাজশাহী নেয়ার পথে মতলেব হোসেন মৃত্যুবরণ করে। এই ব্যাপারে ঈশ্বরদীস্থ পাকশী হাইওয়ে থানায় একটি মামলা দায়ের হয়েছে এবং পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন