শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

প্রেস ক্লাবের সামনে বিএনপির সমাবেশ মুখরিত মিছিল-স্লোগানে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০২২, ২:১৪ পিএম

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির পূর্বনির্ধারিত বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে।

এরই মধ্যে সমাবেশস্থলে ঢাকার বিভিন্ন জায়গা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা আসছেন। এসময় তারা ‘জিয়ার সৈনিক এক হও’ স্লোগানে পুরো এলাকা মাতিয়েছে রাখেন।

মিনি ট্রাকের ওপর হবে সমাবেশের মঞ্চ। আর রাস্তায় কর্মীদের বসার জন্য বিছিয়ে দেওয়া হয়েছে ত্রিপল।

বিএনপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত এই বিক্ষোভ সমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতারা বক্তব্য রাখবেন।

এদিকে নেতাকর্মীদের উপস্থিতির কারণে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে যানচলাচল ব্যাহত হচ্ছে। তবে পরিস্থিতি সামাল দিতে তৎপর রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।


দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। প্রথম পর্যায়ে ঢাকায় হচ্ছে এই সমাবেশ। এরপর পর্যায়ক্রমে বিভাগীয় জেলা-উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে হবে এই কর্মসূচি। ১৫ মার্চ কর্মসূচি শেষ হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন