চাঁদপুরের হাইমচরে সয়াবিনের বীজ খেতে বিষ দিয়ে অর্ধশতাধিক ঘুঘু পাখি হত্যার ঘটনা ঘটেছে। সয়াবিনের বীজ খাওয়ার অপরাধে জমির মালিক এ বিষ প্রয়োগ করেন। এতে অন্তত ৫০টি ঘুঘুর মৃত্যু হয়েছে। এই দৃশ্য দেখে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছে। শনিবার উপজেলার দক্ষিণ আলগী গ্রামের ফায়ার সার্ভিস সংলগ্ন স্বপন দেওয়ান নামের এক কৃষকের জমিতে মরা ঘুঘুগুলো পড়েছিল।
স্থানীয় প্রত্যক্ষদর্শী নূরে আলম জানান, এমনিতেই ঘুঘু পাখি বিলুপ্তির পথে। গ্রামাঞ্চলের খেতখামারে ধান, চাল, গম, ডাল, সয়াবিন চাষের সময় ঘুঘুসহ নানা ধরনের পাখি দেখা যেত। এখন আর এসব পাখি আগের মতো দেখা যায় না। কিন্তু সয়াবিন খেতে কিছু ঘুঘু পাখি খেতে এসেছিল, সেগুলোও বিষ প্রয়োগ করে হত্যা করা হলো। এ ব্যাপারে সংশ্লিষ্ট কৃষকের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
এ বিষয়ে হাইমচর উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার বলেন, ‘বিষ প্রয়োগ করে ঘুঘুসহ যেকোনো পাখি হত্যা করা শুধু অপরাধই নয়, পরিবেশের জন্যও অত্যন্ত ক্ষতিকর। যারাই এ অমানবিক কাজ করেছেন, আমরা খোঁজখবর নিয়ে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন