১৭ মার্চ বই মেলার সময় বাড়ল
১৭ মার্চ বই মেলার সময় বাড়ায় প্রকাশকরা আনন্দিত। পাঠকরাও। তবে এটা ভুলে গেলে চলবে না তারাহুড়া করে বই ছাপাতে গিয়ে নানান ভুলের জন্ম দিতে পারে এ বিষয়ে প্রকাশকদের সতর্ক থাকতে হবে জানালেন রফিক নামে এক বই ক্রেতা।
-ফাহিম ফিরোজ
ও পাশে বিক্রিকম
ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের কাছে বহু স্টল রয়েছে। কপাল মন্দ। এখানে বিক্রি কম। মেলা প্রেমীরা এদিকটায়ঢ তেমন আসেন না বলে মনক্ষুন্ন। এখানে স্টলগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো আগামী, সময়ে, অবসর ইত্যাদি। অথচ অতীতে এসব স্টল গুলো মেলার ভালো জায়গায় ঠাই পেত। বিক্রি ছিল অনেক বেশি।
-ফাহিম ফিরোজ
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন