এত বই কখনো দেখিনি
মেলায় নরসিংদী থেকে এসেছিলেন রমজান হোসেন, চারিদিকে রঙিন সব বই দেখে বলেন, এত বই কখনো দেখিনি। কিনেনও কটি বই।
ফুটাপাথের বই কোথায় গেল
একাডেমিতে যখন আগে বই মেলা হতো তখন রাস্তার দু’পাশে ফুটপাথে পুরনো বইয়ের পসরও বসতো। এখন তা নেই। একজন প্রবীণ বলেন, কি চমৎকার পরিবর্তন মেলায়।
আমি মাইকেল, নজরুল.....
মানিকগঞ্জ থেকে একজন প্রবীণ কবি আব্দুল হাই চৌধুরী ৯০ দশকে মেলায় এসে বলতেন, আমি মাইকেল, আমি নজরুল...।
লোকজন তখন হাসাহাসি করতো। হাতে থাকতো তার পুরনো লেখার খাতা। পাগলাটে গোছের। এবার এসেছে কি-না জানা যায়নি।
-ফাহিম ফিরােজ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন