রোববার ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১, ১১ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

বইমেলা

বইমেলা : ২০২২

| প্রকাশের সময় : ৩ মার্চ, ২০২২, ৮:২৭ পিএম


বই বিক্রি আর বই বিক্রি
এটাই মেলার এখন বড় খবর
১৭ মার্চ পর্যন্ত মেলার সময় বাড়ানোর ফলে প্রকাশক ও বিক্রেতারা বেজায় খুশি। গতবার তারা লসের মুখ দেখে ছিলেন। এবার তার উল্টো। এবার বই বিক্রি অতীতের যে কোনো মেলা থেকে বেশি হবে বলে জানা গেছে বিভিন্ন সূত্রে।
ফাহিম ফিরোজ

মৃত লেখক আবার জেগে ওঠেন
হুমায়ূন আহমেদ সেই কবেই মারা গেছেন; কিন্তু পাঠক তার বইগুলো ভুলেনি। সৈয়দ শামসুল হক, আল মাহমুদের ক্ষেত্রেও তাই। তদের বই অনেক বিক্রি হচ্ছে; কিন্তু মেলায় তাদের কোনো প্রচার নেই। একশ্রেণির মানুষের ধারণা, লেখক মরে গেলে তার বইও বিক্রি ও মরে যায়। এটা ভুল ধারণা। ওমর হোসেন নামের এক পাঠক বলেন, এসব মৌলিক লেককের বই পাঠক হাতে পেলেই কিনে। এদের সৃষ্টির মৃত্যু নেই।
ফাহিম ফিরোজ

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন