শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

বইমেলা

মেলার টুকিটাকি

রমজান হোসেন | প্রকাশের সময় : ১১ মার্চ, ২০২২, ১২:২৪ এএম


যদি হুমায়ূন
থাকতেন
যদি এ মেলায় আজ ঔপন্যাসিক হুমায়ুন থাকতেন পাঠক পাঠকে মেলায় ভিড় ভেঙে ঢুকতে সংঘাত হত।তার বেঁচে থাকা অবস্থায় পাঠকে পাঠকে ভিড় নিয়ে কম ঠেলাঠেলি হয়নি। হাজার বছরের সেরা জনপ্রিয় এ লেখক মাত্র ৫৪ বছরে মারা যান।


মোড়ক উন্মোচন
একুশের বই মেলায় মোড়ক উন্মোচন একটি আকর্ষণীয় বিষয়। বিশেষ করে তরুণের বই বেশি উন্মোচন করা হয় একাডেমির বট গাছের পূর্ব দিকে।এখানে ভিড় লেগেই থাকে।


মুড়ি ফোসকার
দিন তেমন নেই
একুশে বই মেলায় এখন মুড়ি,ফোসকার দিন তেমন নেই। মানুষের রুচি পালটিয়েছে। তাই পশচিমা খাবার বার্গার, কফি, আইসক্রিম এ জাতীয় নানা মাত্রিক খাবার বেশি খাচ্ছেন মানুষ। অতীতের বই মেলা খাবার তালিকায় মুড়ি,ফোসকা প্রথম প্রথম চয়েস ছিল। এমদাদ নামের এক ভদ্রলোক বলেন কোথায় গেলো সেই দিন!
বেগুনি শাড়ি

নারী দিবসে মেয়েরা বেগুনি শাড়ি পড়ে এসেছিল। সবাই তাকিয়ে ছিল তাদের দিকে। একজন রসিক পাঠক বলেন,সাজছে মেলা!
রমজান হোসেন

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন