দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, সর্বগ্রাসী সীমাহীন দুর্নীতির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে কক্সবাজার জেলা বিএনপি’র সমাবেশে প্রধান অতিথি হিসাবে যোগ দিতে বিএনপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম কক্সবাজার পৌঁছেছেন।
বুধবার ২ মার্চ বুধবার সকালে মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমদ কক্সবাজার বিমানবন্দরে পৌঁছালে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, সিনিয়র সহ সভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না, সহ দপ্তর সম্পাদক এডভোকেট হাসান সিদ্দিকী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অধ্যাপক আজিজুর রহমান প্রমুখ তাঁকে স্বাগত জানান।
বুধবার বেলা আড়াইটায় কক্সবাজার জেলা বিএনপি কার্যালয় চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না’র সঞ্চালনায় এ সমাবেশে বিএনপির কেন্দ্রীয়, বিভাগীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন বলে জানা গেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন