শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৫ মার্চ, ২০২২, ১২:০৮ এএম

বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগ ও চ্যানেল আই যৌথভাবে দ্বিতীয়বারের মতো আয়োজন করতে যাচ্ছে, চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২১ পাওয়ার্ড বাই ঐক্য.কম.বিডি। গত বছর অনলাইনে প্রকাশিত চলচ্চিত্র, নাটক, ওয়েব সিরিজ, মিউজিকসহ বিভিন্ন ভিডিওর ওপর ভিত্তি করে এই সম্মাননা ও অ্যাওয়ার্ড প্রদান করা হবে। অ্যাওয়ার্ডের প্রকল্প পরিচালক ইফতেখার মুনিম বলেন, ২০টি বিভাগে জুরি বোর্ডের রায়ে নির্বাচিতদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে। পুরস্কার তুলে দেবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। যেসব বিভাগে পুরস্কার দেয়া হবে সেগুলো হলো শ্রেষ্ঠ চলচ্চিত্র (ওয়েব)। শ্রেষ্ঠ ওয়েব ফিল্ম অভিনেতা, অভিনেত্রী ও পরিচালক। শ্রেষ্ঠ নাট্যকার পরিচালক, নাট্যকার, অভিনেতা ও অভিনেত্রী। শ্রেষ্ঠ ওয়েব সিরিজ পরিচালক, অভিনেতা ও অভিনেত্রী। শ্রেষ্ঠ মিউজিক ভিডিও। শ্রেষ্ঠ রাইজং স্টার- নারী ও পুরুষ। সেরা ফেসবুক কনটেন্ট, সেরা ইউটিউব কনটেন্ট এবং এন্ডু টেইন মেন্ট। এ ছাড়া অন্যান্য ক্যাটাগরিগুলোর মধ্যে রয়েছে অ্যাগ্রোটিক দেশের প্রথম প্রাণি সম্পদ ডিজিটাল প্রযুক্তি, আবহাওয়া ডিজিটাল তথ্য প্রযুক্তি সেবা। আরেকটি ক্যাটাগরি হচ্ছে আইপিআরএস আধুনিক প্রযুক্তি ফিশ ফার্ম। হেলথ টেক ক্যাটাগরিতে সরাসরি অ্যাওয়ার্ড দেয়া হবে টটিসেলকে, যেটি নির্বাচিত করা হয়েছে। ধারণকৃত অনুষ্ঠানটি পরবর্তীতে চ্যানেল আইয়ে দেখানো হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন