খুলনা জেলা বিএনপির ৬৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে আমীর এজাজ খান আহবায়ক এবং এসএম মনিরুল হাসান বাপ্পী সদস্য সচিব রয়েছেন। শনিবার (৫ মার্চ) বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর এ কমিটি অনুমোদন দেন।
এর আগে গত ১ মার্চ খুলনা মহানগর বিএনপির ৭১ সদস্য বিশিষ্ট আহ্ববায়ক কমিটিকে কেন্দ্র থেকে অনুমোদন দেয়া হয়। মহানগর কমিটির নেতৃত্বে রয়েছেন আহবায়ক অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিন।
কমিটি অনুমোদনের পর জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান বলেছেন, খুলনায় বিএনপির রাজনৈতিক কর্মকান্ডে এখন আরো গতিশীলতা আসবে। বৃহত্তর সরকার পতনের আন্দোলন এই কমিটি খুলনায় আরো বেগবান করবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন