শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

শেখ হাসিনার নামে আন্তর্জাতিক শান্তি পুরস্কার দেয়া উচিত : শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০২২, ১০:৫৯ এএম

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে আন্তর্জাতিকভাবে শান্তি পুরস্কার দেয়ার উচিত। কলকাতায় ৪৫তম আন্তর্জাতিক বইমেলা সফরে গিয়ে এ কথা জানান তিনি। রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রীর মানবিক অবস্থানের ভূয়সী প্রশংসা করেন ভারতীয়রা। এসময় প্রধানমন্ত্রীকে নোবেল পুরস্কার দেয়ার দাবি জানান তারাও।

শুক্রবার (৪ মার্চ) বাংলাদেশ দিবসের শেষদিনে ‘বই প্রকাশ ও বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনায় অংশ নেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানের কারণে তার নামে আন্তর্জাতিকভাবে শান্তি পুরস্কারের প্রবর্তন করা উচিত।

আলোচনায় ভারতের অতিথিরাও রোহিঙ্গা ইস্যুতে শেখ হাসিনার মানবিক অবস্থানের ভূয়সী প্রশংসা করেন। শিক্ষাবিদ পবিত্র সরকার বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে তিনি নোবেল শান্তি পুরস্কার পাওয়ার মতো কাজ করেছেন।

কলকাতার এবারের বইমেলায় থিম কান্ট্রি বাংলাদেশ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তিকে ঘিরে রয়েছে নানা আয়োজন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন