করোনা সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে সউদী আরব। এখন থেকে সামাজিক দূরত্ব মানা এবং বাইরে মাস্ক পরিধানে বাধ্যবাধকতা থাকছে না দেশটিতে। সউদীর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন ঘোষণা শনিবার থেকেই কার্যকর হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সউদী গেজেট। সউদী আরবের প্রধান দুই পবিত্র মসজিদ মক্কা ও মদিনার পাশাপাশি দেশটির অন্যান্য মসজিদেও সামাজিক দূরত্ব মেনে চলতে হবে না। খোলা জায়গায় মাস্ক পরার বাধ্যকতা তুলে নেওয়া হলেও, বাড়ির ভেতরে মাস্ক পরা আবশ্যক। নতুন ঘোষণায় অনুযায়ী, এখন থেকে খোলা জায়গায় অনুষ্ঠান আয়োজন করা যাবে। যাত্রীদের কোয়ারেন্টিনে থাকতে হবে না। বিদেশি যাত্রীরা দেশটিতে প্রবেশের পর করোনার পিসিআর পরীক্ষার নিয়মও প্রত্যাহার করা হয়েছে। এদিক ওমিক্রন ভ্যারিয়েন্টের কারণে আফ্রিকার বেশ কয়েকটি দেশের সাথে সরাসরি ফ্লাইট চলাচল বন্ধ করে দেয় সউদী সরকার। নতুন নিয়মে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, বতসোয়ানা, লেসোথু, এস্বাতীনি, মোজাম্বিক ও এশিয়ার আফগানিস্তানসহ ১৭ দেশের নাগরিকরা সরাসরি ভ্রমণ করতে পারবেন সউদীতে। এদিকে সউদী টিকা প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। সউদী গেজেট।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন