ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় বিলুপ্ত ইউনিয়ন পরিষদের সাত জন ইউপি সচিবকে পদায়ন করে ওয়ার্ড সচিব হিসেবে নিয়োজিত করেছে ডিএসসিসি। গতকাল সোমবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএসসিসির সচিব আকরামুজ্জামান এই সাত জনের পদায়নের বিষয়ে একটি আদেশ জারি করেন।
পদায়ন পাওয়া সাত জন ওয়ার্ড সচিবদের মধ্যে মো. বদরুজ্জামানকে ১৬ নম্বর ওয়ার্ডের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। একইভাবে ফখরুল আলমকে ২১ নম্বর ওয়ার্ডে, মাসুদ রানাকে ২৮ নম্বর ওয়ার্ডে, মশিউর রহমানকে ৪৯ নম্বর ওয়ার্ডে, মোহাম্মদ মোক্তার হোসেনকে ৫৬ নম্বর ওয়ার্ডে পদায়ন করা হয়েছে। পাশাপাশি শামিমা নাসরিনকে অঞ্চল ৯ এর ৬৩ নম্বর ওয়ার্ডে এবং ইব্রাহিম খলিলুর রহমান শাহকে অঞ্চল ৬ এর ৭৪ নম্বর ওয়ার্ডে পদায়ন করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন