শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

দিল্লির বস্তিতে ভয়াবহ আগুন, নিহত ৭

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ মার্চ, ২০২২, ১২:০০ পিএম

ভারতের রাজধানী দিল্লির গোকুলপুরীর এক বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। পুড়ে গেছে কমপক্ষে ৬০টি ঝুপড়িঘর। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গতকাল শুক্রবার রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দিল্লির দমকল বাহিনী জানিয়েছে, রাত ১টার দিকে তারা ফোনকল পেয়েছে। দুর্ঘটনাস্থলে পৌঁছাতে পৌঁছাতে ৬০টি ঝুপড়িঘর পুড়ে গেছে। একেবারে ভস্মীভূত হয়ে গেছে অন্তত ৩০টি ঘরবাড়ি। দমকলবাহিনীর ১৩টি ইউনিট একযোগে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
এনডিটিভি আরও জানায়, দুর্ঘটনাস্থল থেকে পুড়ে যাওয়া সাতটি লাশ উদ্ধার করেছে দমকলবাহিনী।
উত্তর-পূর্ব দিল্লি পুলিশের অতিরিক্ত ডেপুটি কমিশনার দেবেশ কুমার মাহলা জানিয়েছেন, আগুন নেভাতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়। ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কীভাবে আগুন লেগেছে তা এখনো স্পষ্ট নয়। সূত্র : এনডিটিভি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন